বিজেপিতে থেকে নিজের দলকেই তুলোধনা করার জন্য খ্যাতি রয়েছে সুব্রহ্মণ্যম স্বামীর। আরও একবার তিনি খবরের শিরোনামে। নাহ, বিতর্কিত কোনও মন্তব্য করেননি বরং একটা বাস্তব কথা বলেছেন। সুব্রহ্মণ্যম স্বামী বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থাকে যদি লাইনে না ফিরিয়ে আনা যায়, তবে রামমন্দির নিয়ে গেরুয়া শিবিরের সাফল্যও কিন্তু দলকে বাঁচাতে পারবে না”।
বস্তুত, নিজের দলের উদ্দেশেই সতর্কবার্তা দিয়ে রেখেছেন তিনি। দেশের আর্থিক স্থিতি এতটাই বেশি খারাপ যে দিল্লী এবং ঝাড়খণ্ড নির্বাচনে এর ফল ভোগ করতে হবে। এমনটাও জানান তিনি। সুতরাং বলাই যায়, দুই রাজ্যের বিধানসভাতেই যে বিজেপির ফল ইতিবাচক হবে না। তা এখনই থেকেই বুঝে গিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুল চর্চিত বিদেশ সফর নিয়েও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। স্বামীর সাফ কথা, “মোদী এত এত বিদেশ সফর করেন কিন্তু এর কোনও লাভ দেশের হয়েছে বলে আমার মনে হয় না”। মানুষের উন্নয়নের কথা শুনিয়ে হাত গুটিয়ে বসে থাকা মোদী কি করে মানুষকে এখনও আচ্ছে দিনের কথা বলেন তা নিয়ে বিরোধীরা এর আগেও কটাক্ষ করেছেন। এবার বিজেপির বরিষ্ট নেতাও প্রশ্ন তুলেছেন।
তিনি পষ্টাপষ্টি জানান, রাম মন্দির তৈরির জন্য আমরা যতই গলিগলি যাই এবং মিষ্টি বিতরণ করি না কেন, মনে রাখবেন দেশের অর্থনৈতিক পরিস্থিতি এই মুহূর্তে মূল ইস্যু। মোদীর আচ্ছে দিনে মানুষ ভালো নেই, দলকে সেটা বুঝতে হবে।