হায়দ্রাবাদের ২৬ বছরের পশু চিকিৎসককে গণধর্ষণের রেশ এখনও দগদগে। আর এই ঘটনার প্রতিবাদে পথে নামেন বিজেপির এক যুবনেতা। এবার সেই যুবনেতার বিরুদ্ধেই যৌন নির্যাতনের অভিযোগ আনলেন এক তরুণী। সেই নিয়েই এখন সরগরম জাতীয় রাজনীতি। কারণ মডেল তথা বিখ্যাত রিয়েলিটি শো বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগিনী ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে বিজেপি’র যুব মোর্চার সদস্য আশিস গৌড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। আশিস গৌড় তেলঙ্গানার বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক নন্দেশ্বর গৌড়ের ছেলে।
উল্লেখ্য, ২৭ বছরের ওই তরুণীর দায়ের করা অভিযোগের বয়ান অনুযায়ী, শনিবার রাত ২টোর সময় হায়দ্রাবাদের হোটেল মাধাপুরে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, হোটেলের এক কোণে দাঁড়িয়ে ওই তরুণী ও তাঁর বন্ধুরা গান শুনছিলেন। তখন বিজেপি’র যুবনেতা আশিস গৌড় ও তাঁর সাঙ্গপাঙ্গরা তাঁদের কাছে যান এবং তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা শুরু করেন। অশ্লীল ভাষায় গালাগালি এমনকী হাত ধরে টানাটানি শুরু করেন বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। তাঁর আরও অভিযোগ, মেঝেতে বোতল ভেঙে কাচের টুকরো দিয়ে তাঁদের মারতে ও গিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ নম্বর ধারায় মামলা দায়ের করা হয়েছে আশিস গৌড় ও তাঁর বন্ধুদের বিরুদ্ধে। যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন আশিস। তিনি বলেন, ‘আমি আজ জানতে পারলাম কিছু সংবাদমাধ্যমে দেখিয়েছে আমি কারও সঙ্গে খারাপ ব্যবহার করেছি। যা সম্পূর্ণ মিথ্যে। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে প্রমাণ-সহ দাবি করা উচিত। এরকম মিথ্যে অভিযোগ করা লোকজনের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে।’ আশ্চর্যের বিষয় হল, এই ঘটনার কয়েক ঘণ্টা আগে নিজের ফেসবুক পেজে হায়দ্রাবাদ গণধর্ষণ কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়েছিলেন আশিস গৌড়।