সাধারণ মানুষকে পাশে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁকে নিরাশ করেনি জনগণ। দুহাত উপুড় করে আশ্বাস দিয়েছে। যে খড়গপুরে এর আগে কখনও তৃণমূল জয় পায়নি, সেখানেই এবার উপনির্বাচনে ঘাসফুল ফুটেছে। খড়গপুরবাসীকে ধন্যবাদ জানাতে তাই আগামী ৯ ডিসেম্বর রেলশহরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা উপনির্বাচনে খড়গপুরে জয়লাভ করেছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। জয়ী প্রদীপ সরকার এদিন বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে। তাঁকে দেখে আপ্লুত তৃণমূল নেত্রী বলেন, ‘খুব ভালো হয়েছে। ভালো করে কাজ কর। মানুষের পাশে থাকো।’ এরপরই তিনি জানান আগামী ৯ ডিসেম্বর খড়গপুর যাবেন তিনি। খড়গপুরের মানুষকে ধন্যবাদ জানাতে যাবেন তিনি।
প্রসঙ্গত, যে রেলশহরে এতদিন খাতা পর্যন্ত খুলতে পারেনি ঘাসফুল শিবির, উপনির্বাচনে সেখানেই এবার ২০ হাজারের বেশি ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল। একদা ‘চাচা’ জ্ঞানসিংহ সোহান পালের গড়, বর্তমানে সাংসদ দিলীপ ঘোষের তালুক খড়গপুরে ভালো ফল হবে আশা করলেও, তৃণমূলের অন্দরের খবর, জয়ের স্বপ্নও নাকি ততটাও দেখেননি নেতৃত্ব। কিন্তু ভোটের ফল বেরতেই দেখা গেল, করিমপুর-কালিয়াগঞ্জের পাশাপাশি খড়গপুরেও ছক্কা হাঁকিয়েছে তৃণমূল। আর তাই এই জয়ের প্রধান কাণ্ডারী যাঁরা, সেই তৃণমূল কর্মী-সমর্থক, সাধারণ মানুষ, সবাইকে ধন্যবাদ জানাতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১০ ও ১১ ডিসেম্বর দীঘায় রাজ্য সরকারের বাণিজ্য সম্মেলন রয়েছে। তার আগেই খড়গপুর যাবেন তিনি। রেলশহর হয়ে পা রাখবেন সৈকতশহরে। শুধু খড়গপুর নয়, ঘনিষ্ঠ সূত্রে খবর, বাকি দুই বিধানসভা কেন্দ্র- করিমপুর ও কালিয়াগঞ্জেও ধন্যবাদ জানাতে যাবেন তৃণমূল নেত্রী।