রবিবার রাতে আসানসোল শহরে টহল দিচ্ছিল আসানসোল দক্ষিণ থানার পুলিশ। সেখানেই খোদ পুলিশ ইন্সপেক্টরকেই গুলি করে পালাল ৩ দুষ্কৃতী। গুলি লেগেছে পুলিশ ইন্সপেক্টরের পাঁজরে। গুলিতে আহত এক সিভিক পুলিশও।
পুলিশ সূত্রে খবর ওই হামলার পেছনে রয়েছে জামশেদপুরের কুখ্যাত দুষ্কৃতী সোনু সিং ও তার দলবল। এমনটাই সন্দেহ করা হচ্ছে।
জানা গিয়েছে, রবিবার রাতে আসানসোল স্টেশন রোডে টহল দিচ্ছিলেন সন্দীপ পাল। ওই অটোটিকে দেখেই সন্দেহ হয় তাঁর। তখনই তিনি ওই দুষ্কৃতীদের ধরতে যান। পুলিশের হাত থেকে বাঁচতে সন্দীপকে লক্ষ করে গুলি চালিয়ে দেয় তারা। গুলি আটকে রয়েছে সন্দীপ পালের পাঁজরে। এখনও সেটির অস্ত্রপচার হয়নি। দুষ্কৃতীদের গুলি এক সিভিক পুলিসের গলার চামড়া ছুঁয়ে চলে যায়। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস, জিআরপি ও আরপিএফ।