২০২০-তে পুরসভা ভোট। আর তারপরই ২০২১-এ বিধানসভা ভোট। এই ভোট নিয়ে বিজেপি যখন হুঙ্কার দিচ্ছে বাংলা কেড়ে নেবে, সেই মুহূর্তে মাস্টারস্টোক খেলে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিন উপনির্বাচন কেন্দ্রে জয় ছিনিয়ে নিল তৃণমূল। আর এই হারের মধ্যে দিয়েই পতন শুরু। বিজেপির এই পতন বার্তা দিলেন গোর্খা জনমুক্তি মোর্চা সভাপতি বিনয় তামাং। তিনি বলেন, বিজেপির পতন শুরু হয়েছে। বাংলায় তিন বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপির পরাজয়ই সেই ইঙ্গিত দিয়েছে। আর বিজেপি জিতবে না বাংলায়, এবার শুধুই হারবে।
বিনয় তামাং আরও বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিজেপির পতনের ইঙ্গিত দিয়েছে। ফলে তিনি নিশ্চিত যে, ২০২১ সালে রাজ্যে সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেসই। তিনি এদিন স্পষ্ট করে দিয়েছেন, যে তার দল ২০২১ সালে তৃণমূল কংগ্রেসকেই সমর্থন করবে। তিনি আরও বলেন, গোর্খা জনমুক্তি মোর্চা সমস্ত পার্বত্য বিধানসভা কেন্দ্রগুলিতে প্রার্থী দেবে, তৃণমূলের সমর্থনে তাঁদের প্রার্থীই জয়যুক্ত হবেন। ২০২১ সালের নির্বাচনে মোর্চা পাহাড়ের পাশাপাশি ডুয়ার্সে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তামাং যোগ করেছেন, আমরা সমতলে টিএমসিকেই সমর্থন করব।
বিনয়ের কথায়, উপনির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়ে চিঠি দিয়েছি। তিনি চিঠিতে লেখেন-এনআরসি এবং সিটিজেনশিপ সংশোধনী বিলের সঙ্গে বিজেপির অহংকারে পতন ঘটেছে উপনির্বাচনে।