তেলঙ্গানায় বৃহস্পতিবার পাওয়া গেছিল পশুচিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির পোড়া দেহ। শুক্রবার ওই শামশাবাদ এলাকাতেই আরও এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করল পুলিশ। মহিলার আনুমানিক বয়স ৩৫। পুলিশ সুত্রের খবর, শামশাবাদের সিদ্দুলগুট্টা এলাকায় এক মন্দিরের পাশে পরিত্যক্ত জায়গা থেকে শুক্রবার ওই মহিলার দেহ উদ্ধার হয়।
সাইবারাবাদ পুলিশের কমিশনার ভি সি সাজ্জানগর বলেন, “শামসাদাবাদের অদূরে খোলা জায়গায় দেহটি পড়ে ছিল। ময়না তদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হয়েছে সরকারি হাসপাতালে।” যদিও দু’টি মৃত্যুর মধ্যে কোনও সম্পর্ক আছে কিনা জানা যায়নি। এই ঘটনায় একটি মামলাও রুজু করা হয়েছে। তবে বছর ছাব্বিশের তরুণী চিকিৎসক প্রিয়াঙ্কা রেড্ডির গণধর্ষণ ও খুনের ঘটনায় যখন গোটা দেশ তোলপাড়, তখনই ওই একই এলাকা থেকে আরও এক মহিলার অগ্নিদগ্ধ দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ইতিমধ্যেই প্রিয়াঙ্কা রেড্ডি গণধর্ষণ ও খুনের ঘটনায় চার অভিযুক্তকে গ্রেফতার করেছে সাইবারাবাদ পুলিশ। ধৃতেরা হল মহম্মদ আরিফ, জল্লু শিবা, জল্লু নবীন এবং চিন্তকুন্ত চেন্নাকেশভুলু। জানা গেছে চার জনই ট্রাকের কর্মী। তবে আরেক অজ্ঞাতপরিচয় যে মহিলার দেহ উদ্ধার হয়েছে তাঁকেও ধর্ষণ করে খুন করা হয়েছে কি না কিংবা তরুণী চিকিৎসকের সঙ্গে তার মৃত্যুর কোনও যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।