আগামীকাল বোর্ডের সাধারণ বার্ষিক সভা। যে সভা ঘিরে আগ্রহের শেষ নেই। আজ সকালেই মুম্বই গেছেন সৌরভ। এই সভায় কিছু গুরুত্বপূর্ণ সংশোধন ঘটতে চলেছে । এছাড়া কাল অ্যপেক্স কমিটির বৈঠকও রয়েছে। সেখানে ঠিক হবে তিন সদস্যের নতুন উপদেষ্টা কমিটি। এই বৈঠকে উপস্থিত থাকার কথা বোর্ডের ওম্বুডসম্যানেরও। বোর্ড সূত্রের খবর, ক্রিকেট উপদেষ্টা কমিটিতে ফেরানো হতে পারে শচীন তেন্ডুলকর, ভিভিএস লক্ষ্মণের মতো প্রাক্তন তারকাদের। তাঁরাই বেছে নেবেন নতুন নির্বাচক মণ্ডলীকে।
শচীন, লক্ষ্মণের সঙ্গে তৃতীয় ব্যক্তি কে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। শেষ বার ক্রিকেট পরামর্শদাতা কমিটির সদস্য হিসেবে কোচ বাছাই করেছিলেন কপিল দেব, শান্তা রঙ্গস্বামী ও অংশুমান গায়কোয়াড়। তাঁদের মধ্যে কেউ আসবেন নাকি সৌরভের সময়ের কোনও ক্রিকেটার তৃতীয় সদস্য হবেন, সেটাই দেখার।
মেয়াদের শুরু থেকেই নতুন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ চেয়েছিলেন, প্রাক্তন ক্রিকেটারদের বিশেষ পদে যুক্ত করতে। কিন্তু স্বার্থ-সংঘাত সেই পরিকল্পনায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল। সম্প্রতি স্বার্থ-সংঘাত নিয়ে কড়াকড়ি কমে গিয়েছে। এ মাসেই ছাড় দেওয়া হয়েছে রাহুল দ্রাবিড়কে। তাঁর বিরুদ্ধে প্রশ্ন উঠেছিল, একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত থাকার সঙ্গেই তিনি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচ। কিন্তু সেই সংঘাত মিটে যাওয়ায় বোর্ড কর্তাদের আশা, লক্ষ্মণ ও শচীনের বিরুদ্ধে আর কোনও প্রশ্ন উঠবে না।
এ ছাড়াও লোঢা কমিটির বেশ কয়েকটি সুপারিশ খতিয়ে দেখা হতে পারে বার্ষিক সাধারণ সভায়। শোনা যাচ্ছে, বোর্ড সচিবের দায়িত্ব বাড়ানোর কথা উল্লেখ করা হবে। রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের কুলিং-অফ তুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হবে। এ ছাড়াও প্রশ্ন তোলা হবে রাজ্য সংস্থার কমিটিতে সত্তরোর্ধ্বদের সদস্যপদ কেন থাকছে না