৩ বিধানসভায় মুখ থুবড়ে পড়ে এমনিতেই পায়ের তলার মাটি টলমল করছে গেরুয়া শিবিরের। তারওপরে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে নাভিশ্বাস উঠছে বিজেপির।
দু’দিন আগেই ঘোষিত হয়েছে বীরভূম জেলার মণ্ডল সভাপতিদের নাম। ঘোষণা করেছেন বীরভূম জেলার বিজেপি সভাপতি শ্যামাপদ মণ্ডল। আর এর পরে জেলা সভাপতির বিরুদ্ধেই ক্ষোভে ফেটে পড়েছেন দলের একাংশ কর্মী সমর্থক। তাঁদের অভিযোগ নিজের পছন্দের লোকেদের মণ্ডল সভাপতির পদে বসিয়েছেন শ্যামপদবাবু। এদের মধ্যে অনেকেই সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে অভিযোগ তাঁদের। পুরনো কর্মীদের কথা না ভেবে নতুনদের বড় পদ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ জানিয়েছেন তাঁরা।
বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, সবসময় নিজের ইচ্ছে মতই চলেন শ্যামাপদ। অন্য কারোর মতামত বা ইচ্ছেকে গুরুত্ব দেন না এমনকি কারোর কথা শুনতেও চান না। তাই সেদিন নিজের পছন্দের লোকেদের নিয়ে মণ্ডল গঠন করতেই ক্ষোভে ফেটে পড়েন কিছু গেরুয়া কর্মী। ঘর এবং বাইরে দুই দিকেই খুব শোচনীয় অবস্থা বিজেপির।
শুক্রবার এই অভিযোগ বীরভূমের সদর শহর সিউড়িতে বিক্ষোভ দেখান এই কর্মী সমর্থকরা। মিছিল করে জেলার বিজেপি পার্টি অফিসে যান তাঁরা। তাঁদের হাতের ব্যানারে শ্যামাপদ মণ্ডলের বিরুদ্ধে স্লোগান লেখা ছিল। পার্টি অফিসের সামনেই অবস্থানে বসে পড়েন তাঁরা। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের অভিযোগ, যতদিন না জেলা সভাপতি নিজের ভুল স্বীকার করে যোগ্য ব্যক্তিদের মণ্ডল সভাপতির পদে বসাচ্ছেন ততদিন এই বিক্ষোভ চলবে।