গতকাল আইএসএলের ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাইয়ান এফসি ও উড়িষ্যা এফসি। হাড্ডাহাড্ডি এই খেলায় দু’দুবার এগিয়ে গিয়েও রক্ষণের দোষে জয় অধরা থেকে গেল চেন্নাইয়ানের। বৃহস্পতিবার ঘরের মাঠে জন গ্রেগরির দল পয়েন্ট নষ্ট করে লিগ টেবলে নেমে গেল আটে। তাদের লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরুযুস ভালস্কিসের জোড়া গোল কোনও কাজেই লাগল না।
দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ানের এ বারের শুরুটা একেবারেই ভাল হয়নি। পরপর চার ম্যাচে জয় অধরা থাকার পর নাটকীয়ভাবে অতিরিক্ত সময়ের গোলে হায়দ্রাবাদকে হারিয়েছিল অভিষেক বচ্চনের ক্লাব। সেটা ধরে রাখতেই এ দিন শুরু থেকে ঝাঁপিয়েছিল চেন্নাইয়ান। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পেলেও গোলের মুখ দেখেনি অভিষেকের দল।
বিরতি পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর খেলা শুরু হতেই এগিয়ে যায় তারা। দুর্দান্ত গোল করেন ভালস্কিস। কিন্তু তিন মিনিটের মধ্যে স্প্যানিশ মিডিও জিসকো হেমান্ডেসের গোলে সমতায় ফেরে উড়িষ্যার দলটি। ১-১ হওয়ার পর ফের গোল করে দলকে এগিয়ে দেন চেন্নাইয়ের ভালস্কিস। ২-১ এ পিছিয়ে থাকা অবস্থাতেও ভেঙে পড়েনি উড়িষ্যা। বরং আরও তেড়েফুঁড়ে ওঠে গোল শোধের জন্য। মরিয়া উড়িষ্যার কাছে শেষ অবধি হার মানে চেন্নাইয়ান। ২-২ করেন জোসেফ গাম্বোর দলের স্প্যানিশ স্ট্রাইকার আরিন্দানে সান্তানা। শেষ অবধি অমীমাংসিত অবস্থাতেই শেষ হয় গতকালের ম্যাচ।