ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সারিয়ে ফেলতে হবে রাজ্যের খানাখন্দে ভরা সমস্ত রাস্তা এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা এমনই নির্দেশ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর দফতর থেকে৷ সম্প্রতি রাজ্যের তিনটি জেলায় প্রশাসনিক বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ সঙ্গে ছিলেন মুখ্যসচিব সহ অন্যান্য আধিকারিকেরাও৷ কলকাতা থকে ভলভো বাসে করে সরাসরি তাঁরা যান মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুরে।
মুখ্যসচিবের এই নির্দেশ পাওয়ার পর পূর্তসচিব সব জেলার ইঞ্জিনিয়ারদের নিয়ে বৈঠক করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া এই বৈঠকে সব জেলার ইঞ্জিনিয়ারদের মুখ্যসচিবের নির্দেশ ভাল করে বুঝিয়ে দিয়েছেন পূর্তসচিব। কোথায় কোথায় রাস্তা খারাপ তা চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ব্যাপারে নির্দেশিকা জারি করা হবে পূর্ত দফতরের তরফে।
এছাড়াও জাতীয় সড়ক সারানোর জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যসচিব। রাজ্য সড়কের পাশাপাশি জাতীয় সড়কের হালও যেন ঠিক থাকে সেদিকে নজর দেওয়ার অনুরোধ করা হয়েছে এই চিঠিতে। বেহাল রাস্তার জেরে রাজ্যের কিছু জায়গায় সমস্যার মুখে পড়ে সাধারণ মানুষ৷ এবার যাতে এমনটা না হয় সেজন্যই রাজ্যের সব রাস্তা ঠিক করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী৷