রাজ্যে ক্ষমতায় এসেই রাজ্যবাসীর কল্যাণে একের পর প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিগত ৮ বছরে কন্যাশ্রী, উৎকর্ষ বাংলা, সবুজসাথীর মতো তাঁর স্বপ্নের প্রকল্পগুলিতে যেমন উপকৃত হয়েছেন রাজ্যের মানুষ, তেমনি এসেছে রাষ্ট্রসংঘের পুরষ্কার-সহ একাধিক আন্তর্জাতিক সাফল্যও। এবার ফের এক উন্নয়ন প্রকল্প নিয়ে এলেন তিনি। শুধু তাই নয়। নিজেই এর নামকরণ করেছেন– ‘জাগো’। মহিলাদের বিকাশের জন্যই এই প্রকল্প বলে জানিয়েছে নবান্ন।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী আগেই এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। আর আজ শুক্রবার থেকেই শুরু হল কাজ।
এই প্রকল্পে ১০ লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে ৫০০০ টাকা করে অনুদান দেওয়া হবে। প্রকল্পের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। ২০১১ সালে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ছিলো ৪.৭২ লক্ষ, যা বেড়ে ২০১৯ সালে হয়েছে ৬.৯২ লক্ষ। আগে স্বনির্ভর গোষ্ঠীর জন্য ঋণের পরিমাণ ছিল ৫৫৩ কোটি, এখন তা বেড়ে হয়েছে ৭ হাজার কোটি টাকা।
রাজ্যের পিছিয়ে পড়া মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করার উদ্দেশ্যেই মমতা এই নতুন প্রকল্প চালু করেছেন বলে নবান্নের তরফে জানান হয়েছে। মাস দুয়েক আগে নিজেই এই প্রকল্পের কথা বিধানসভায় বলেছিলেন তিনি। রাজ্যের ১ কোটি মহিলা এই প্রকল্প থেকে উপকৃত হবেন বলে দাবি রাজ্যের।