তৃণমূলের দাপটে শেষমেশ নিজেদের জেতা আসনও হারাল বিজেপি। কালিয়াগঞ্জের পর এবার খড়গপুর সদরেও ফুটল ঘাসফুল। দিলীপের গড় বলে পরিচিত এই কেন্দ্রে খোদ দিলীপের নাকের ডগা থেকেই ২০৮১১ ভোটে জয় ছিনিয়ে নিলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার।
যদিও এই কেন্দ্রে গণনার শুরুর দিকে অন্য চমক ছিল। প্রথম রাউন্ডের গণনার শেষে এগিয়ে ছিলেন বাম-কংগ্রেস জোটের প্রার্থী। যদিও পরের রাউন্ডেই এগিয়ে যান বিজেপি প্রার্থী। কিন্তু বেলা বাড়তেই এখানে চিত্রটা পাল্টাতে থাকে। ধীরে ধীরে ব্যবধান কমাতে থাকেন এবং পঞ্চম রাউন্ডেই বিজেপি প্রার্থীকে পিছনে ফেলে এগিয়ে যান তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তার পর থেকে গণনা যত এগিয়েছে, ব্যবধান বেড়েছে তৃণমূল প্রার্থীর। এই কেন্দ্রেও শেষ লোকসভা ভোটের নিরীখে খড়গপুর সদর কেন্দ্রে দিলীপ ঘোষ এগিয়ে ছিলেন ৪৫১৩২ ভোটে। আবার ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে দিলীপ ঘোষ এই কেন্দ্র থেকে জিতেছিলেন ৬৩০৯ ভোটে। তবে ছ’মাসের মধ্যেই পাল্টে গেল চিত্রটা।
প্রসঙ্গত, মাত্র তিন আসনের উপনির্বাচনের ফল প্রকাশ আজ। কিন্তু এই দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল৷ কারণ এই উপনির্বাচন তো শুধু উপনির্বাচন নয়। এ হল আদতে ২০২১-এর বিধানসভা নির্বাচনের কোয়ার্টার ফাইনাল। তাই এর ফলাফলের ওপর নির্ভর করছে অনেক কিছু। বাংলার রাজনীতির হাওয়ামোরগ কোনদিকে মুখ করে আছে, তা এখন পুরোটাই পরিষ্কার দুই কেন্দ্রের ফলে। উল্লেখ্য, করিমপুরেও প্রায় জয়ের মুখে তৃণমূল। সেখানে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারকে পিছনে ফেলে ২৩৩৬০ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী বিমলেন্দু সিংহ রায়।