বৃহস্পতিবার সকালে আই লিগের ম্যাচ খেলতে আইজল রওনা হয়ে গেছেন সবুজ-মেরুন ফুটবলাররা। শনিবার বেইতিয়ারা অভিযান শুরু করছেন আইজল এফসির বিরুদ্ধে। বুধবার সকালে নিজেদের মাঠে অনুশীলনের পর মোহন বাগানের স্প্যানিশ কোচ বললেন, ‘হ্যাঁ, আমার উইং অ্যাটাকে একাধিক পরিবর্তন রয়েছে। কিন্তু সংখ্যা দেখলেই তো হবে না, মানও বিচার্য। তবে আমি এই উইং হাফদের নিয়ে সন্তুষ্ট।’
আইজল এফসির বিরুদ্ধে আই লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে যাওয়ার আগে শেষ অনুশীলনের পর সবুজ-মেরুন শিবিরের স্পেনীয় কোচ বলে দিলেন, ‘‘আমি সব বিদেশিকে নিয়েই যাচ্ছি। কিন্তু সকলকেই খেলাব, এমন কোনও নিশ্চয়তা দিচ্ছি না। আমি যে ভাবে দল তৈরি করেছি, তাতে প্রথম একাশে চার বিদেশির খেলার সম্ভবনা প্রবল।’’
কিবু প্রথম ম্যাচের জন্য যে আঠারো জনকে বেছেছেন, সেই দলে নেই শিল্টন ডি’সিলভা, আজহারউদ্দিন মল্লিক এবং অরিজিৎ বাগুই। এ বছর তিনটি প্রতিযোগিতায় খেলেছে মোহনবাগান। একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি। কিবু অবশ্য বলেছেন, ‘‘এ পর্যন্ত ২০ টি ম্যাচ খেলেছি। আমাদের দল তৈরি।’’
আইজলে গিয়ে ফ্রান মোরান্তেদের খেলতে হবে কৃত্রিম ঘাসের মাঠে। সমস্যা হবে কি না জানতে চাওয়া হলে কিবু বলেন, ‘‘ওদেরও তো আমাদের এখানে এসে ঘাসের মাঠে খেলতে সমস্যা হবে। ঠান্ডা আছে। কৃত্রিম মাঠে খেলতে হবে। কিন্তু কোনও সমস্যাকেই আমি গুরুত্ব দিতে চাই না। সব পরিবেশেই খেলতে হয়।’’
কোচ ভিকুনা বলছেন, ‘পেশাদার ফুটবলে এসব কথা বললে অজুহাত শোনায়। সবরকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে। বৃহস্পতিবার আইজলে পৌঁছে আমরা পরের দিন প্র্যাকটিস করব। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। তবে আমি জানি, শনিবার থেকেই আমাদের আসল লড়াই শুরু। আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’ আজহারউদ্দিন মল্লিক, অরিজিৎ বাগুইদের মতো দু’একজন ফুটবলারকে বাদ দিলে দলে তেমন চোট-আঘাত সমস্যা নেই। কিবু ভিকুনার প্রাথমিক লক্ষ্য আইজল ম্যাচ উতরে যাওয়া। তবে সন্দেহ নেই, আইজলে গিয়ে তাদের হারানো যথেষ্ট কঠিন। ফলে সতর্ক স্প্যানিশ কোচ। এদিন অনুশীলনে আক্রমণে বৈচিত্র্য বাড়ানোর দিকে জোর দিলেন ভিকুনা।