মহারাষ্ট্রের মহা নাটকের যবনিকাপাত ঘটেছে গতকাল। হার স্বীকার করতে বাধ্য হয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের ব্যর্থতার সেই রেশই এবার গিয়ে পড়ল রাজস্থানে। মহারাষ্ট্রের পথে হেঁটে এবার রাজস্থানেও জোর ধাক্কা খেল মোদী-শাহের দল।
সম্প্রতি প্রকাশিত হয়েছে রাজস্থান পুরসভা ভোটের ফলাফল। সেই ফল প্রকাশ্যে আসতেই দেখা গেল ৪৯ টি পুরবোর্ডের মধ্যে ৩৭ টি নিজেদের দখলে নিয়ে নিয়েছে কংগ্রেস। ফের হারল গেরুয়া শিবির।
একদিকে যখন মহারাষ্ট্রে বিজেপির বেহাল দশা, ঠিক সেই সময়ে রাজস্থানে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের এই লড়াইয়ে কার্যত খুশি হাত শিবির। এই সাফল্যের পর কংগ্রেসের সমস্ত নেতা কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পাশাপাশি, সমস্ত জয়ী প্রার্থীদের শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাজস্থানের উপমুখ্যমন্ত্রী শচীন পাইলট।
জানা গিয়েছে, ৪৯ আসন বিশিষ্ট রাজস্থান পুরবোর্ডে সম্প্রতি হয়েছে নির্বাচন। এরপর মঙ্গলবার ফল প্রকাশের পর দেখা গেল ৩৬ টি আসন পেয়েছে কংগ্রেস। ১ টি আসন পেয়েছে কংগ্রেস সমর্থিত জয়সলমীরের নির্দল প্রার্থী। অর্থাৎ পেয়েছে মোট ৩৭ টি আসন। পাশাপাশি, মোট ১২ টি আসন পেয়েছে বিজেপি।