বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির দক্ষতা সম্পর্কে নিজের অগাধ আস্থার কথা আরও একবার প্রকাশ করলেন শচীন তেন্ডুলকর। প্রাক্তন সতীর্থের উদ্দেশে তিনি জানিয়েছেন, এবার দলীপ ট্রফির দিকে নজর দেওয়া উচিত সৌরভের। ঐতিহ্যবাহী এই ঘরোয়া টুর্নামেন্টটিকে ঢেলে সাজানোর পরামর্শ দিয়েছেন লিটল মাস্টার। দলীপ ট্রফিতে অংশ নেওয়া অনেক ক্রিকেটারের মধ্যে দলগত সংহতির অভাব। তাঁরা ব্যক্তিগত পারফরম্যান্স ভাল করার দিকে বেশি নজর দেন এই প্রতিযোগিতায় খেলতে নেমে। এমনটাই বলছেন, মাস্টার ব্লাস্টার।
শচীন বলেন, ‘দলীপ ট্রফি নিয়ে সৌরভ নতুন কিছু পরিকল্পনা করুক। এই ট্রফি হল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এক ঘরোয়া টুর্নামেন্ট। কিন্তু ইদানীং এই আসরের গুরুত্ব অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। ক্রিকেটারদের মনে একটা ধারণা তৈরি হয়ে গিয়েছে যে, দলীপ ট্রফির পারফরম্যান্সের উপর পরবর্তীকালে জাতীয় দলে খেলার সুযোগ নির্ভর করছে। এর ফলে ক্রিকেটাররা দলের চেয়ে ঢের বেশি অগ্রাধিকার দিচ্ছে ব্যক্তিগত পারফরম্যান্সে। এটা ঠিক নয়।’ সেই সঙ্গে তিনি যোগ করেন, ‘সামনে যদি আইপিএল নিলাম কিংবা অন্য কোনও টি-২০ টুর্নামেন্ট থাকে, তবে সে দিকে চোখ রেখেই ক্রিকেটাররা দলীপে খেলে থাকে। এই মনোভাব বদলানো জরুরি। ব্যক্তিগত পারফরম্যান্সের ভাবনা দূরে সরিয়ে ক্রিকেটাররা যাতে দলের জন্য নিজেদের মেলে ধরে সেটা নিশ্চিত করতে হবে। কারণ ক্রিকেট দলগত খেলা। আর সেটা মাথায় রেখেই দলীপ ট্রফিতে পরিবর্তন আসা প্রয়োজন। দরকার হলে টুর্নামেন্টের নিয়মকানুনে প্রয়োজন আনতে হবে।’
তেন্ডুলকরের দাওয়াই, প্রতিযোগিতার নিয়ম পাল্টে রঞ্জি ট্রফি সেমিফাইনালে অংশ নেওয়া চারটে দলের সঙ্গে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলকে খেলানো হোক দলীপ ট্রফিতে। শচীন বলেন, ‘‘সৌরভের কাছে আবেদন, দলীপ ট্রফিতে নজর দাও। আমার মনে হয়েছে, দলীপ ট্রফিতে ক্রিকেটারদের অনেকেই মনোনিবেশ করে ব্যক্তিগত পারফরম্যান্সে।’’