কিছুদিন আগেই সুন্দরবনের ওপর আছড়ে পড়েছিল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় ঘর–বাড়ি, সুন্দরবনের ম্যানগ্রোভ জঙ্গলেও এই ঝড়ের প্রভাব পড়েছে মারাত্মক। এবার বুলবুলে ক্ষতিগ্রস্ত সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলকে উদ্ধারে জোর দেওয়ার কথা বললেন নয়া বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার অরণ্য ভবনে দায়িত্বভার গ্রহণ করে এমনটাই নির্দেশ দিলেন তিনি।
সপ্তাহ খানেক আগে রাজীববাবুকে এই দফতরের দায়িত্বভার দেওয়া হয়। কিন্তু সেই সময় থেকে কালিয়াগঞ্জ এবং করিমপুর দুটি বিধানসভা কেন্দ্রের উপ-নির্বাচনে দলের পর্যবেক্ষক হিসেবে দায়িত্বভার থাকায়, তিনি দপ্তরের কাজে যোগ দিতে পারেননি। মঙ্গলবার তিনি দফতরের দায়িত্বভার গ্রহণ করে কর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন।
সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের ক্ষতি সামাল দিতে ম্যানগ্রোভ বৃক্ষ রোপনে তৎপর হয়েছে জেলা প্রশাসন। গোসাবা, বাসন্তী, ক্যানিং ১ নম্বর ব্লকের বিভিন্ন এলাকা জুড়ে শুরু হয়েছে ম্যানগ্রোভ চারা তৈরি ও লাগানোর কাজ।
জেলাশাসক পি উলগানাথন জানান, “বুলবুল ঝড়ের দাপটে জেলায় প্রচুর গাছের ক্ষতি হয়েছে। সেই ক্ষতি সামাল দিতে নতুন করে গাছ লাগানোর কাজ শুরু হয়েছে। ম্যানগ্রোভ গাছও লাগানো হচ্ছে। জেলা প্রশাসন সূত্রে খবর, জেলার ৫০ হেক্টর জমিতে ম্যানগ্রোভ চারা রোপন করা হয়েছে”।
ক্যানিং ১ ব্লকের মাতলা ১ পঞ্চায়েতে মাতলা নদীর পাড়ে নার্সারিতে প্রায় ১ লক্ষ ম্যানগ্রোভ চারা তৈরি করা হয়েছে। ম্যানগ্রোভ চারাগুলি নদীর চড়ের ধারে ধারে লাগানোর কাজ শুরু হয়ে গেছে। স্থানীয়রা বলছেন, “এই গাছ বজ্রপাত আটকায়, আমাদের রক্ষা করে”।