তাল মিছরির বিজ্ঞাপনে মনোহর আইচ হোক বা ‘জয় বাবা ফেলুনাথ’-এর মনোতোষ রায়, বাঙালিরা বারবার দেখেছে এমন সব বডি বিল্ডারদের। যাঁরা বিশ্ব মঞ্চ মাতিয়েছেন। তবে বাঙালির মধ্যে এই প্রবণতা কম দেখা গেলেও কিছু কিছু প্রতিভা আজও ছিটকে আসে। যেমন বাংলার সুমন দাস। বিশ্ব মঞ্চে সোনা জিতে উজ্জ্বল করেছে বাঙালির নাম।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ বডি বিল্ডিংয়ের ডায়মন্ড কাপের ৮০কেজি ক্যাটাগরিতে সোনা জিতেছেন বঙ্গসন্তান সুমন। চলতি মাসের ১৬ ও ১৭ তারিখ বডি বিল্ডিংয়ের প্রতিযোগিতা হয়। সেখানেই ৮০ কেজি বিভাগে প্রথম হন তিনি।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, ৪৭টি দেশ থেকে প্রায় ৪০০ জন প্রতিযোগী অংশ নেন এই প্রতিযোগিতায়। গোটা টুর্নামেন্টের নিরিখে সুমন দাস রানার্স আপ হয়েছেন। এর ফলে তিনি একটি প্রো কার্ড পান। এই কার্ড পাওয়ায় আগামী দিনে আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় তিনি সরাসরি অংশগ্রহণ করতে পারবেন। এমন অভূতপূর্ব সাফল্য পেয়ে সুমন দাস জানিয়েছেন, ‘খুবই ভালো লাগছে। প্রত্যাশা করিনি এত বড় সাফল্য মিলবে। কিন্তু প্রথম হতে পেরে দারুন লাগছে। চ্যাম্পিয়নদের নিয়ে খেলায় সেকেন্ড হই। খুব কঠিন খেলা।’