ক্ষমতায় আসার পরে বাংলাকে দু’হাত ভরে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর উদ্যোগেই শস্যশ্যামলা হয়ে উঠেছে বাংলা। মমতার প্রশংসায় পঞ্চমুখ গোটা বাংলা। এবার মমতায় অভিভূত গায়ক সুরকার জিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, মমতার হাতেই নিশ্চিন্ত গোটা বাংলা।
রবিবার রাতে তারাপীঠ মন্দির কমিটির উদ্যোগে আয়োজিত কার্তিক পুজো উপলক্ষে জিৎ গঙ্গোপাধ্যায়ের শো ছিল। হোটেলে রাত্রিবাসের পর এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সস্ত্রীক তারা মায়ের কাছে পুজো দিতে আসেন জনপ্রিয় সুরকার ও গায়ক জিৎ। পুজো দেওয়ার পর মন্দির চত্বরে জিৎ বলেন, “আমি ১০ বছর আগে তারাপীঠে এসেছিলাম। তখন আর এখনের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। আগে মন্দির চত্বরের ঘিঞ্জি পরিবেশ ছিল। এখন অনেকটাই খোলামেলা, পরিষ্কার ও শৃঙ্খলাবদ্ধ। রাস্তাঘাটেরও অনেক উন্নয়ন হয়েছে। তারাপীঠের অনেক পরিবর্তন হয়েছে। আমার খুবই ভালো লাগছে। এত পুণ্যার্থীর কথা ভেবে মমতাদি মন্দিরের জন্য যা করেছেন তা ভাবা যায় না। তাই মায়ের কাছে দিদির জন্যও কামনা করলাম। যাতে উনি এভাবেই সর্বত্র উন্নয়ন করতে পারেন”।
তারাপীঠ মন্দিরের সেবাইত তথা টিআরডিএর ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায় বলেন, তারাপীঠের নাম শোনা মাত্র জিৎবাবু শো করতে আসার জন্য সম্মতি জানান। তিনি জানিয়েছিলেন, মা যখন ডেকেছে তখন অবশ্যই যাব। তারাপীঠ মন্দিরের উন্নয়ন দেখে তিনি অভিভূত হওয়ায় আমরা খুশি।
হোটেলে রাত্রিবাসের পর এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ সস্ত্রীক তারা মায়ের কাছে পুজো দিতে আসেন জনপ্রিয় সুরকার ও গায়ক জিৎ। তাঁকে দেখতে ভিআইপি রাস্তার দু’ধারে যুবক যুবতীদের ভিড় উপচে পড়ে। সকলেই জিতের সঙ্গে সেলফি তুলতে ভিড় করেন। যদিও যথেষ্ট পরিমাণে পুলিস মোতায়েন করা হয়েছিল। গর্ভগৃহে প্রবেশ করে মাকে শাড়ি ও ডালা ভরে পুজো দেন তিনি।