ধোনিকে আবার কবে মাঠে দেখা যাবে? সেই নিয়ে জল্পনা-উদ্বেগ ছিল ক্রিকেট মহলের কাছে। সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে বলে আশা করা যাচ্ছে। আগামী বছরই ব্যাট হাতে মাঠে নামতে পারেন তিনি। এশিয়া একাদশের হয়ে খেলতে পারেন মাহি। এমনই সুখবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুটি টি টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে বিসিবি। আর এই দু’টি ম্যাচের জন্য ধোনি-সহ সাত ভারতীয় ক্রিকেটারকে এশিয়া একাদশের জন্য চেয়েছে বিসিবি। ভারতের প্রাক্তন অধিনায়ক ছাড়া বিরাট কোহালি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, হার্দিক পাণ্ড্য, ভুবনেশ্বর কুমার ও রবীন্দ্র জাদেজার জন্য বিসিসিআই-এর কাছে আবেদন করেছে বিসিবি।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের চিফ একজিকিউটিভ অফিসার নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘‘এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যে দুটো ম্যাচের আয়োজন করছে বিসিবি। ভারতের তারকা ক্রিকেটারদের যাতে দুটো ম্যাচের জন্য ছাড়া হয় সেই ব্যাপারে আমরা বিসিসিআই-এর সঙ্গে কথা বলছি।’’ উল্লেখ্য, দুটো ম্যাচের দিনক্ষণ স্থির হয়েছে ১৮ এবং ২১ মার্চ। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি ম্যাচ দু’টিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে বলে জানা গিয়েছে।
এ দেশের ক্রিকেটভক্তরা তাকিয়ে ধোনির প্রত্যাবর্তনের দিকে। তিনি কি খেলবেন সেই ম্যাচে? বিশ্বকাপ সেমিফাইনালের পরে দেশের হয়ে আর খেলতে দেখা যায়নি ধোনিকে। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। দেশের হয়ে কবে তিনি মাঠে ফিরবেন, তা নিয়েও চলছে অনন্ত জল্পনা। এর মধ্যেই এশিয়া একাদশের জন্য ধোনিকে চেয়েছে বিসিবি। সিদ্ধান্ত নেবে বিসিসিআই।