সোমবার রাতে রানিগঞ্জ থানা এলাকার সিয়ারসোল কয়লাখনি অঞ্চলের অন্তর্গত কয়লা খাদান শ্রমিক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন খনি শ্রমিক এবং স্থানীয় তৃণমূল কর্মীরা।
লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই বাংলায় অব্যাহত গেরুয়া সন্ত্রাস। বাংলার একাধিক জায়গায় নিজেদের মতো জোড় জুলুম চালাচ্ছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। গেরুয়া শিবির আশ্রিত দুষ্কৃতীদের হামলায় আক্রান্ত হয়েছেন তৃণমূল কর্মীরা। এবার তৃণমূল কংগ্রেস পরিচালিত কয়লা খনি শ্রমিকদের একটি অফিস ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অফিসের আসবাবপত্র ভাঙচুর করে অফিসের সামনে থাকা পতাকাও পুড়িয়ে দিয়েছে বিজেপির দুষ্কৃতীরা।
স্থানীয় তৃণমূল নেতা বিবেক মন্ডলের অভিযোগ, ‘বিজেপি কর্মীরা রাত ৯টা নাগাদ অফিসে ঢুকে তাণ্ডব চালায়। দরজা–জানালা ভেঙে মুখ্যমন্ত্রীর ছবিও ছিঁড়ে দিয়েছে।’