মহারাষ্ট্রের ‘মহা’ নাটকের যবনিকা পতন এখন শুধু সময়ের অপেক্ষা। রাজনীতি যে সবচেয়ে বড় রঙ্গমঞ্চ, তা আবারও প্রমাণ দিল মহারাষ্ট্র। একা অজিতের পাল বদলের জেরে সরকার গঠন নিয়ে টানাপোড়েন শুরু হয়েছিল। আর কার্যত সেই টানাপোড়েনে কফিনে শেষ পেরেক পুঁততে অন্যতম ভূমিকা নিলেন সেই অজিতই। দেবেন্দ্র ফডনবিশের সরকারের উপ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পরই তাঁকে নিয়ে শুরু হয়েছে ‘ঘর ওয়াপসি’র জল্পনা।
প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে কাল আস্থাভোট হওয়ার কথা মহারাষ্ট্র বিধানসভায়। তার আগে উপমুখ্যমন্ত্রী পদ থেকে অজিত পাওয়ার শুধু ইস্তফা দিলেন তা নয়, এখন শোনা যাচ্ছে কাকা শরদ পাওয়ারের শরণাপন্ন হয়েছেন তিনি। এনসিপি সূত্রে দাবি করা হচ্ছে, শরদ পাওয়ারের পরামর্শেই ইস্তফা দিয়েছেন অজিত। আর এ সবের মধ্যে সেতুবন্ধন ঘটিয়েছেন পাওয়ার কন্যা সুপ্রিয়া সুলের স্বামী সদানন্দ সুলে। নাটক এখানেই শেষ নয়। শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত মঙ্গলবার বিকেলে সাংবাদিকদের বলেন, “অজিতদাদা আমাদের সঙ্গে রয়েছেন। অজিত দাদা এনসিপিতেই রয়েছেন”।
এনসিপি-র এক নেতা এ প্রশ্নের জবাবে বলেন, “পাওয়ার সাহেব (শরদ পাওয়ার) দেখিয়ে দিয়েছেন তিনি ক্ষমতায় থাকুন বা না থাকুন মহারাষ্ট্রে তিনিই বস। নাকে খত দিয়ে যদি অজিত দাদা ফেরত আসেন তা হলে উপমুখ্যমন্ত্রী হোন না, আপত্তি নেই। মাথায় থাকবেন সাহেবই”। এই অবস্থায় এখন নতুন কৌতূহল জাতীয় রাজনীতিতে কুরে খাচ্ছে। তা হল—মহারাষ্ট্রে শিবসেনা-এনসিপি-কংগ্রেস সরকারেও কি উপমুখ্যমন্ত্রী হবেন অজিত পাওয়ার।