উপত্যকা শান্ত না অশান্ত? ৩৭০ ধারা রদের পর থেকেই কাশ্মীরের অবস্থা নিয়ে চিন্তিত দেশ তথা বিশ্ববাসী। কেন্দ্র বারবার আশ্বাস দিচ্ছে ভূস্বর্গের পরিস্থিতি স্বাভাবিক। তবে একের পর এক সন্ত্রাসবাদী হামলায় কেঁপে উঠেছে কাশ্মীর। ফের এদিন জম্মু কাশ্মীরে জঙ্গীহানা। সূত্রের খবর জম্মু-কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সামনে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে জঙ্গীরা। ওই বিস্ফোরণে দু’জন আহত হওয়ার খবর মিলেছে। যদিও সরকারি সূত্রে এখনও কোনও কিছু জানানো হয়নি।
মঙ্গলবার দুপুরে কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের স্যার সৈয়দ প্রবেশদ্বারের সামনে গ্রেনেড হামলা চালানো হয়। সেই সময় সেখানে বেশ কয়েকজন দাঁড়িয়েছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারা এই কাজ করল, তার খোঁজে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।
স্থানীয় সূত্রে খবর, এই বিস্ফোরণের পরেই এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই নিরাপত্তা বাহিনীর কর্মীরা পৌঁছে এলাকা ঘিরে ফেলে। আহত দু’জনকে পাঠানো হয় হাসপাতালে। প্রসঙ্গত, একদিন আগেই একটি নির্দেশিকা জারি করে উপত্যকার পুলিশ স্থানীয় মানুষের কাছে একটি আবেদন করেন। বলা হয়, বিস্ফোরক থাকার ঝুঁকি থাকায়, স্থানীয়রা যেন এনকাউন্টারস্থলগুলিতে না-যান। এই নির্দেশিকা জারির একদিনের মাথাতেই গ্রেনেড হামলা চালাল সন্ত্রাসবাদীরা।