সোমবার বে ওভালে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডকে এক ইনিংস ৬৫ রানে হারিয়ে দেয় নিউজ়িল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড মাত্র ১৯৭ রানে আউট হয়ে যায়। বাঁ-হাতি পেসার নিল ওয়াগনার নেন পাঁচ উইকেট। আর্চার করেন ৩০ রান। হারের পরেই এক মারাত্মক অভিযোগ আনেন জোফ্রা আর্চার। তিনি জানান, ম্যাচ চলাকালীন বর্ণবিদ্বেষের শিকার তিনি।
টুইট করে জোফ্রা বলেন, ‘‘খেলা চলাকালীন যেরকম ভাবে আমার উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হচ্ছিল, তা খুবই অপমানজনক। আমি তখন দলকে বাঁচানোর জন্য ব্যাট করছিলাম।’’
জোফ্রার অভিযোগ সামনে আসার পরে ক্ষমা চেয়ে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা টুইট করে লেখে, ‘‘জোফ্রা আর্চারকে যে ভাবে বিদ্রুপের মুখে পড়তে হয়েছে, তা জেনে আমরা রীতিমতো লজ্জিত। মাঠে ইংল্যান্ড আমাদের প্রতিদ্বন্দ্বী হতে পারে, কিন্তু ওরা আমাদের বন্ধুও। আর বর্ণবিদ্বেষমূলক মন্তব্য কখনওই সহ্য করা হবে না।’’ নিউজ়িল্যান্ড বোর্ড পরিষ্কার বলে দিয়েছে, তারা জোফ্রার সঙ্গে যোগাযোগ করে ক্ষমাও চেয়ে নেবে।