আগামীকাল বুধবার বিকেল পাঁচটার মধ্যেই সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফডনবিশ সরকারকে। গোপন ব্যালটে আস্থা ভোট হলে চলবে না। করতে হবে লাইভ ফ্লোর টেস্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই রায়ে প্রবল ধাক্কা খেয়েছে বিজেপির। উল্টোদিকে কার্যত জয়ীই হয়েছে শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট। যার ফলে খুশির হাওয়া বিরোধী শিবিরে।
সুপ্রিম কোর্টের রায়কে এদিন স্বাগত জানিয়েছেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। তিনি এ-ও বলেন যে, ‘আস্থাভোটে আমরাই জিতব।’ এনসিপি নেতা নবাব মালিকও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘বিজেপির খেলা শেষ।’ সুপ্রিম কোর্টের রায়ের পরই সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, আগামীকাল বিকেল পাঁচটার মধ্যেই ছবিটা স্পষ্ট হয়ে যাবে। কয়েক দিনের মধ্যেই রাজ্যে শপথ নেবে শিবসেনা-এনসিপি-কংগ্রেসের জোট সরকার। তাঁর মতে, ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে মঙ্গলবারের দিনটি স্মরণীয় হয়ে থাকবে। দেশের গণতন্ত্রে এটি একটি মাইলস্টোন রায়।