২০০৮ সালের ২৬ নভেম্বর। ভয়াবহ সেই দিনটির কথা মনে পড়লে আজও শিউরে ওঠেন গোটা দেশবাসী। সন্ত্রাসবাদী হামলায় সেদিন রক্তাক্ত হয়েছিল বাণিজ্যনগরী মুম্বই। টানা ৪ দিন সন্ত্রাসবাদীদের সঙ্গে মুম্বই পুলিশ-সেনা-এনএসজির প্রাণপণ যুদ্ধে অবশেষে নিকেশ হয় সব জঙ্গী। জীবন্ত ধরা পড়ে জঙ্গী আজমল কাসভ। এই ঘটনায় মৃত্যু হয়েছিল ১৬৬ জনের, গুরুতর আহত হয়েছিলেন ৩০০ জন।
আজ সেই কালো দিনের বর্ষপূর্তিতে শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সেই দিনের ভয়াবহতা স্মরণ করে মমতা নিজের টুইটারে লেখেন, ‘আজ ২৬/১১। ভয়াবহ সে দিনের ১১তম বর্ষপূর্তি। দেশ রক্ষায় এই দিনে যারা শহীদ হয়েছিলেন তাঁদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য। তাঁদের পরিবারের প্রতি আমার সমবেদনা। একইসঙ্গে শ্রদ্ধা জানাই সেই সমস্ত বীর পুলিশ অফিসার, সেনা জওয়ান, ও সাধারণ মানুষকে নিজের প্রাণের পরোয়া না করে মানুষের জীবন রক্ষার্থে এগিয়ে এসেছিলেন। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই সন্ত্রাসের বিরুদ্ধে।’