তিন কেন্দ্রে শুরু হল উপনির্বাচন। কালিয়াগঞ্জ, করিমপুর এবং খড়গপুর এই তিন কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। আজ সকাল ৭টা থেকে চলছে ভোট গ্রহণ পর্ব। তবে ভোটের আগে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া গেছে। জানা গেছে তৃণমূল কর্মীদের সঙ্গে অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়েন বিজেপির জয়প্রকাশ। ঝামেলার খবর পাওয়া গেছে কালিয়াগঞ্জ থেকেও।
৮৬ নম্বর বুথের ভিতর বিধিভঙ্গের অভিযোগ উঠল বিজেপি প্রার্থী কমল সরকারের বিরুদ্ধে। ভোট দেওয়ার সময়ে মেশিনে কোথায় ভোট দিতে হবে তা স্ত্রীকে তা দেখিয়ে দিলেন প্রার্থী। সকাল থেকে মোটের ওপর শান্তিপূর্ণ ভোটগ্রহণ চললেও সকাল সাড়ে ৯টা নাগাদ কালিয়াগঞ্জের সংশ্লিষ্ট বুথে অশান্তি নজরে এসেছে।
এই ঘটনায় বিধিভঙ্গের অভিযোগ এনে কমল সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। তাদের দাবি, নিয়ম ভাঙা হয়েছে, এই অভিযোগ জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্ত হবেন তাঁরা।
অন্যদিকে করিমপুরে সকাল থেকেই ভোটারদের সঙ্গে বচসায় জড়ান বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। এরপর তাঁকে বুথ থেকে বের করে দেয় আধাসেনা। বুথের বাইরেও আরও এক দফা বচসায় জড়ান জয়প্রকাশ মজুমদার।
এদিন সকালে করিমপুরের বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার থানারপাড়া ৩৯ নম্বর বুথে ঢুকতেই বিক্ষোভ দেখায় ভোটাররা। এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আধাসেনা এসে তাঁকে হাত ধরে বের করে দেয় বুথ থেকে। অভিযোগ, বুথে ঢুকে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছিলেন বিজেপি প্রার্থী।
করিমপুরে ২৬১টির মধ্যে প্রায় ৯৫% বুথে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ভোট হবে। পুলিশের কিছু আধিকারিককেও সেখানে ইতিমধ্যে বদলি করা হয়েছে। পক্ষান্তরে, কেন্দ্রীয় বাহিনী থাকবে কালিয়াগঞ্জের ২৭০টির মধ্যে প্রায় ৪২% এবং খড়্গপুরে ২৭০টির মধ্যে প্রায় ৭৩% শতাংশ বুথে। কেন্দ্রীয় বাহিনী বণ্টনের এই ‘বৈষম্য’ নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল। তিনটি কেন্দ্রেই এক জন করে পুলিশ পর্যবেক্ষক রয়েছেন। কমিশন সূত্রের খবর, মোট ৮০১টি বুথের প্রায় ৩১০টিতে থাকবেন মাইক্রো-পর্যবেক্ষক।
আগামী ২৮ নভেম্বর এই তিন কেন্দ্রের ভোটের ফল প্রকাশিত হবে।