কেন্দ্র যে বরাবর বাংলাকে বঞ্চনা করে আসে এমন অভিযোগ এর আগে একাধিক বার উঠেছে। কেন্দ্রের গাফিলতিতেই যে আটকে আছে বাংলার বহু কাজ এও সর্বজনবিদিত। এবার রেলের অবহেলাতেই যে আটকে আছে মাঝেরহাট সেতুর কাজ, তা জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উক্ত চিঠিতে মমতা লিখেছেন, দক্ষিণ ২৪ পরগনায় যাতায়াতের পাশাপাশি গঙ্গাসাগর যাওয়ার জন্যও এই মাঝেরহাট ব্রিজই প্রধান মাধ্যম। গতবছর যা ভেঙে পড়ার পর থেকেই যুদ্ধকালীন তৎপরতায় নতুন ব্রিজ গড়ে তোলার কাজ চালাচ্ছে রাজ্য সরকার। দুর্গাপুজোর আগে বা পরেই ব্রিজটি চালু করে দেওয়ার ইচ্ছে থাকলেও তা সম্ভব হয়নি। কেননা ব্রিজের যে অংশগুলি পূর্ত দফতরের অধীনে রয়েছে, সেগুলির কাজ চলছে দ্রুত গতিতে চললেও রেলের অংশের জন্যই থমকে রয়েছে কাজের ভবিষ্যৎ। রেল যে কোনও সহায়তা করছে তাও জানিয়েছেন মমতা।
গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখেই ব্রিজটির কাজ দ্রুত শেষ করতে কেন্দ্রকে মুখ্যমন্ত্রী চাপ দিচ্ছেন বলে মনে করা হচ্ছে। কারণ বিগত কয়েক বছরে নানা ধরনের সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে আলাদা গুরুত্ব তৈরি করে নিয়েছে গঙ্গাসাগরের মেলায়। মুখ্যমন্ত্রী নিজেও এই মেলাকে আরও বড় করে তোলার দিকে বিশেষ নজর দিয়েছেন। গঙ্গাসাগর যাওয়ার পথে এই ব্রিজও আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার তাই চাইছে, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজের কাজ শেষ হোক। যাতে শহরবাসীরও একটু সুরাহা হয়।