মাস চারেক আগেই কর্ণাটকে ‘অপারেশন পদ্ম’ চালিয়ে ক্ষমতা দখল করেছে বিজেপি। সেসময় কংগ্রেস-জেডিএস বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে ঘোড়া কেনাবেচার অভিযোগে সরব হয়েও গদি বাঁচাতে বিফল হয়। তবে একজোট হয়ে মহারাষ্ট্রে বিজেপির ‘অপারেশন পদ্ম’ রুখে দিতে বদ্ধপরিকর শিবসেনা-কংগ্রেস-এনসিপি জোট।
প্রসঙ্গত, ইতিমধ্যেই মহারাষ্ট্রে ঘোড়া বেচাকেনায় নেমে পড়েছে বিজেপি৷ শোনা যাচ্ছে দল বদলের জন্য বিধায়কদের জনপ্রতি মূল্য ৮০ থেকে ১০০ কোটি টাকা৷ এমনটাই অভিযোগ করছে এনসিপি, শিবসেনা ও কংগ্রেস শিবিরের তরফ থেকে৷ বিজেপির ‘চোরা শিকারের’ খপ্পর থেকে নিজেদের বিধায়কদের বাঁচাতে তৎপর তিন দলই৷
গতকালই এনসিপির বিধায়কদের হোটেলে কিছু অচেনা লোককে ইতিউতি ঘুরতে দেখে হাতেনাতে পাকড়াও করে ফেলে দলের নেতারা৷ দেখা যায় তারা সাদা পোশাকের গোয়েন্দা৷ এরপরে হোটেল বদলানো হয়৷ শরদের সাফ অভিযোগ, বিধায়ক ভাঙাতে সরকারি শক্তির অপব্যবহার করছে বিজেপি৷ এমনকী এই সব বিধায়কদে মন্ত্রিত্বর টোপের পাশপাশি আরও নানা লোভনীয় প্রস্তাব দেওয়া হচ্ছে বলে বিরোধীরা অভিযোগ করেছে৷
সূত্রের খবর, খোদ বিজেপির হাইকমান্ডের তরফে মহারাষ্ট্রে বিজেপি নেতাদের এই ‘অপারেশন পদ্মের’ দায়িত্ব দেওয়া হয়েছে। গতকালই কংগ্রেসের তরফে এই অভিযোগ করা হয়, বিজেপির বেশ কয়েকজন দাপুটে মারাঠা নেতা হাত শিবিরের বিধায়কদের জন্য নামী রিসর্টে হোটেল রুম বুক করে দিয়ে তাঁদের সেখানে রেখে দিয়েছেন। কংগ্রেস বিধায়কদের সেখানে রেখেই বাকি কংগ্রেস নেতাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন তাঁরা।