আজ ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসি-র বিরুদ্ধে নামছে চেন্নাই। কোচ জন গ্রেগরির আশা, আন্তর্জাতিক বিরতির পরে ঘুরে দাঁড়াবে তাঁর দল। তিনি বলেছেন, ‘‘ঘরের মাঠে মুম্বই সিটি এফসি ও এটিকের বিরুদ্ধে আধিপত্য নিয়েই খেলেছিলাম। তাই কিছুটা চাপমুক্ত হয়ে বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে খেলতে গিয়েছিলাম। কিন্তু ম্যাচের স্কোর লাইন আমাকে স্তম্ভিত করে দিয়েছিল।’’ সুনীল ছেত্রীদের বিরুদ্ধে হারের পরেই সাংবাদিক বৈঠকে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন গ্রেগরি। শেষ পর্যন্ত অবশ্য ইস্তফা দেননি তিনি। সোমবার হায়দ্রাবাদের বিরুদ্ধে ম্যাচেই অগ্নিপরীক্ষা তাঁর।
এই মুহূর্তে ৪ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে সবার শেষে চেন্নাই। সমসংখ্যক ম্যাচ খেলে ৩ পয়েন্ট নিয়ে নবম স্থানে হায়দ্রাবাদ। খেতাবি লড়াইয়ে টিকে থাকতে হলে আজ সোমবার ঘরের মাঠে জেতা ছাড়া অন্য কোনও পথ খোলা নেই দুই দলের কাছে।