বিজেপির সঙ্গে বিতর্ক যেন আষ্টেপৃষ্টে বাধা। উত্তরপ্রদেশ ও পুরুলিয়াকে এক সুতোয় মুহুর্তে বেধে ফেললেন বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এর আগে বিজেপি সভাপতি দিলীপ ঘোষ একের পর এক অবাস্তব তথ্য পেশ করে বিতর্কের শীর্ষে ছিলেন। কিন্তু এবার তাকে ছাপিয়ে গেলেন জ্যোতির্ময় সিং মাহাতো। বললেন, ‘শ্রীরামের বনবাসের অধ্যায়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে এসেছিলেন রাম–সীতা’।
উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়কে এক আসনে বসিয়ে নতুন বিতর্ক শুরু করলেন তিনি। সম্প্রতি পুরুলিয়ায় দলীয় বৈঠকে গিয়ে মুকুল রায় সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে নির্দেশ দিয়েছিলেন, অযোধ্যা পাহাড়ে পর্যটন নিয়ে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার। তার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রের পর্যটন মন্ত্রীকে দেওয়া সাংসদের এই চিঠি, যা নিয়ে এখন জোর চর্চা চলছে।
পুরুলিয়ার এই সাংসদ লিখেছেন, রাম–সীতা বনবাসে থাকার সময় এই পাহাড়ে এসেছিলেন। সেই সময় সীতাদেবী তৃষ্ণার্ত হওয়ায় ওই অযোধ্যা ভূমে তীর নিক্ষেপ করে জল বার করেন। সেই জল পান করেন সীতাদেবী। তাই পাহাড়ের একটি এলাকার নাম – সীতাকুণ্ড। সাংসদের এমন দাবির কড়া সমালোচনা করেছেন বিশেষজ্ঞ থেকে পুরুলিয়ার ইতিহাস গবেষকরা।
সেইসঙ্গে রাজনৈতিক মহলেও উঠছে সমালোচনার ঝড়। বৃহস্পতিবার কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেলকে দেওয়া সাংসদের ওই চিঠি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।