কেন্দ্র-রাজ্য সম্পর্ক অটুট রাখতে অর্থাৎ দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলেই মনে করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৬ নভেম্বর ভারতের সংবিধান প্রণয়ন দিবসে এ নিয়ে আলোচনার জন্য রাজ্যপাল জগদীপ ধনকড়কে অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, রাজভবনেও যেমন সংবিধান দিবস পালনের ব্যবস্থা করছেন রাজ্যপাল, তেমনি আগামী মঙ্গলবার সংবিধান দিবস উদযাপিত হবে বিধানসভাতেও। শুক্রবারই বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণপত্র পেয়েছেন রাজ্যপাল। আমন্ত্রণ গ্রহণ করে তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে বিধানসভায় যাবেন। ২৬ এবং ২৭ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষ্যে বিশেষ অধিবেশনও হবে বিধানসভায়। সেই অনুষ্ঠানের জন্য শুক্রবার রাজ্যপালকে পাঠানো বার্তায় মুখ্যমন্ত্রীর আবেদন, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখার বিষয়ে সংবিধানে যা বলা হয়েছে, তা আলোচনায় তুলে ধরা হলে আমি খুশি হব। সংবিধানের অন্যতম গুরুত্বপূর্ণ এই দিকটি সুরক্ষিত রাখাটাই জরুরি।’ চিঠিতে মমতা এ কথাও উল্লেখ করেছেন যে, ‘সবকিছুর ওপরে সংবিধান। এবং দেশের সব নাগরিককেই তা মেনে চলতে হয়।’
উল্লেখ্য, রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকে পদে পদে রাজ্য সরকার তথা তৃণমূল সঙ্গে সংঘাতে জড়িয়েছেন ধনকড়। রাজ্যপাল একের পর এক ঘটনায় সাংবিধানিক এক্তিয়ার অমান্য করে সমান্তরাল প্রশাসন চালানোর চেষ্টা করছেন বলে সরকারের তরফে বারবারই অভিযোগ তোলা হয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে নালিশ ঠোকার পাশাপাশি সংসদেও তাঁর বিরুদ্ধে সরব হয়েছে শাসকদল। জবাবে রাজ্যপালও পাল্টা বলছেন, তিনি কোনও ভাবেই সাংবিধানিক অধিকার খর্ব করছেন না। এই পরিস্থিতিতে সংবিধান দিবসে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা রক্ষার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনার প্রস্তাব দিয়ে মুখ্যমন্ত্রী কুশলী পদক্ষেপ করেছেন বলেই মনে করছে রাজনৈতিক মহল।