আর্জেন্তিনার হয়ে আন্তর্জাতিক ম্যাচে মেসির দুরন্ত পারফরম্যান্স দেখে উচ্ছ্বসিত বার্সেলোনার কোচ আর্নেস্তো ভালভার্দে। শনিবার লা লিগার অ্যাওয়ে ম্যাচে লেগানেসের বিরুদ্ধে নামার আগে বার্সা কোচের মন্তব্য, ‘মেসি স্বপ্নের ফর্মে রয়েছে। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও ও দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছে। লিওর দক্ষতা নিয়ে আর কিছু বলার নেই। তবে আশা করব, ক্লাবের জার্সিতে বাকিরাও ওকে সহযোগিতা করবে।’
প্রসঙ্গত, দেশের হয়ে দু’টি আন্তর্জাতিক ম্যাচেই গোল পেয়েছেন লিও মেসি। তাঁর লক্ষ্যভেদেই ব্রাজিলের বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় লায়োনেল স্কালোনির দল। পরের ম্যাচে উরুগুয়ের কাছে হারের গ্লানি বাঁচে এলএমটেনের গোলেই। সেই সাফল্যই বার্সার হয়ে খেলতে সাহায্য করবে বলে আশাবাদী ভালভার্দে। এই মুহূর্তে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা।
পক্ষান্তরে লেগানেস আছে লিগ তালিকায় সবার শেষে। ১৩ ম্যাচে তাদের ঝুলিতে মাত্র ৬ পয়েন্ট। এহেন ম্যাচে বার্সেলোনা যে জিতবে তা আর বলার অপেক্ষা রাখে না। তবুও গ্রিজম্যান বলেছেন, ‘কোনও প্রতিপক্ষকেই খাটো করে দেখা উচিত নয়। অঘটন যে কোনও দিন ঘটতে পারে। কোচ বলেছেন, এই ম্যাচ আমাদের কাছে গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার মঞ্চ। চেষ্টা করব, ওঁর পরিকল্পনা বাস্তবায়িত করতে।’