বুধবার তাপমাত্রা কমল বাংলার। একলাফে দু’ডিগ্রি তাপমাত্রা কমল। কলকাতাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কমল। ফলে শহরজুড়ে সাত সকালে হালকা ঠান্ডার আমেজ উপভোগ করল শহরবাসী। হাওয়া অফিস জানিয়েছিল, সপ্তাহের শেষে তাপমাত্রা কিছুটা হলেও কমবে। পারদ নামবে কলকাতা এবং দুই চব্বিশ পরগণায়। তবে বুধবার সকালেই সেই শীতল আমেজের স্বাদ পেলেন কলকাতাবাসী।
রাজ্যে ঢুকেছে উত্তর–পশ্চিম ঠান্ডা বাতাস। আর তার জেরেই কমেছে তাপমাত্রা বলে খবর। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ১৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। কলকাতার পাশাপাশি তাপমাত্রা কমেছে পশ্চিমের জেলাগুলিতেও। পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম সহ বিভিন্ন জেলাগুলিতে এদিন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে।
প্রত্যেক বছর নভেম্বরের তৃতীয় সপ্তাহে তাপমাত্রা ২০ ডিগ্রির কাছাকাছি থাকলেও এবার কিন্তু তেমন লক্ষণ দেখা যাচ্ছিল না। তা নিয়ে হতাশ ছিলেন শীতপ্রেমীরা৷ শহরবাসী প্রমাদ গুনছিলেন কবে দেখা মিলবে শীতের। আজ সাময়িক হলেও খানিকটা শীতের আমেজ অনুভূত হল শহরে। হাওয়া অফিসের খবর অনুযায়ী, সপ্তাহান্তে আরও কমবে তাপমাত্রা।