পুর ভোটে যেন উল্টো হাওয়া বইছে রাজস্থানে। লোকসভা ভোটের হাওয়া এখন অন্য পথ ধরেছে আর তাতেই বিজেপি ধাক্কা খাচ্ছে মরু রাজ্যে। পিংক সিটিতে কয়েক মাস আগেই লোকসভা ভোটে রাজস্থানের ২৫টি আসনেই জয়ী হয়েছিল এনডিএ। গত শনিবারের পুর ভোটে ১৭টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে ১১টিই দখল করেছে কংগ্রেস। বিজেপির ঝুলিতে এসেছে মাত্র ৩টি। একইসঙ্গে ভোট হয় ২৯টি পুরসভায়। তার মধ্যে ১৫টিতে জয়ী কংগ্রেস। বিজেপির ঝুলিতে এসেছে ৬টি। বাকিগুলি দখল করেছে নির্দলরা।
এই নির্বাচনে ভোট পড়েছে ৭২%। এর মধ্যে আজমেড় জেলার নাসিরাবাদ পুরসভায় ভোটদানের হার ছিল ৯১.৬৭%। নির্বাচনের ফলাফলে খুশি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। তাঁর দাবি, সরকারের উন্নয়নমূলক কাজে সন্তুষ্ট হয়েই মানুষ কংগ্রেসকে সমর্থন করেছেন। কংগ্রেস নেতা প্রতাপ সিং খাচারিওয়াসের মতে, ‘৩৭০ ধারা কিংবা রামমন্দির— বিজেপির সব ইস্যুই খারিজ করে দিয়েছেন রাজস্থানের মানুষ। ভোটের ফল থেকে শিক্ষা নিক বিজেপি। ধর্মের উপর ভর করে দেশ চলে না৷ দেশের উন্নয়ণ, মানুষের উন্নয়নই শেষ কথা হয়”৷
মঙ্গলবার সকাল থেকে শুরু হয় ভোটগণনা। বেলার দিকে ক্রমশ স্পষ্ট হয় ফলাফল। ২৬ ও ২৭ নভেম্বর এই পুরসভাগুলির চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন হবে।