সোমবার সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিন শুরু থেকেই রণং দেহি মেজাজে ছিল বিরোধীরা। গতকাল একের পর এক ইস্যুতে শোরগোলের পাশাপাশি ওয়েলে নেমেও বিক্ষোভ দেখান শিবসেনা বাদে বাকি বিরোধী দলগুলির সাংসদরা। গতকালের মতো আজ মঙ্গলবারও প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে সংসদের উভয় কক্ষ। রাজ্যসভায় চলে স্লোগান-বিক্ষোভ। তার জেরে শুরুর কিছুক্ষণের মধ্যেই দুপুর দুটো পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। কিন্তু চেয়ারম্যানের এই সিদ্ধান্ত নিয়েও উঠে গেল প্রশ্ন। বিরোধীদের অভিযোগ, এমন পরিস্থিতি তৈরি হয়নি, যাতে অধিবেশন মুলতুবি করে দিতে হয়। আসলে সরকার প্রশ্ন থেকে পালাতেই এই পন্থা নিয়েছে।
রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও’ব্রায়েন বিবৃতি দিয়ে বলেছেন, ‘বিরোধী শিবিরের এক জন সাংসদও ওয়েলে নেমে বিক্ষোভ দেখাননি। তবু দু’টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হল অধিবেশন। বিরোধীরা জিরো আওয়ারে গুরুত্বপূর্ণ ইস্যুতে প্রশ্ন তুলতে এবং সংশ্লিষ্ট মন্ত্রীদের চেপে ধরতে পারল না। যখনই কোনও উত্তর থাকে না, আপনি পালিয়ে যান।’ বিবৃতিতে তাঁর বক্তব্য, জিরো আওয়ারে প্রথম চারটি প্রশ্নই ছিল অর্থমন্ত্রকের উদ্দেশ্যে, যার উত্তর দিতে হত অর্থমন্ত্রীকে। সেগুলি হল, নোটবন্দীর পরেও টাকা মজুত, পিএমসি ব্যাঙ্ক কেলেঙ্কারি, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুর্নীতি, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বিলগ্নিকরণ। এই সব অস্বস্তিকর প্রশ্ন এড়াতেই অধিবেশন মুলতুবি করা হয়েছে বলে ডেরেকের দাবি।