সোমবার করিমপুর উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করলেন অভিনেতা সোহম। কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের সাংসদ ও প্রার্থী বিমলেন্দু সিংহ রায়কে নিয়ে হুডখোলা জিপে করে রোড–শো শুরু হয়। সকালে করিমপুর ২ ব্লক এলাকার শিশা গ্রামের ফুটবল মাঠ থেকে শিশা গ্রাম থেকে ধোড়াদহ, সাহেবপাড়া, দোগাছি, পিপুলখোলা গ্রাম ঘুরে নতিডাঙা এলাকায় রোড–শো শেষ হয়। রাস্তার দুই দিকে অগুনিত মানুষ হাত নেড়ে অভিনেতা ও সাংসদকে অভিবাদন জানান।
অন্যদিকে, করিমপুর ১ ব্লকের যমশেরপুর গ্রামেও একই চিত্র ফুটে উঠেছিল। রোড–শো চলাকালীন তৃণমূল কর্মী–সমর্থকদের মুখে শোনা যায়, ‘সোহম শুধু বড় অভিনেতা নন, তিনি আমাদের দলের একজন বড় মাপের কর্মী।’
সোমবার খড়গপুরের গোলবাজারে এসে ব্যবসায়ীদের সঙ্গে ভোট প্রচার করলেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার। তৃণমূল প্রার্থী একের পর দোকানে ঢুকে মানুষের কথা শোনেন। ব্যবসায়ীরা হাসিমুখে এগিয়ে আসেন তার দিকে। কেউ হাত মেলান, কেউ জড়িয়ে ধরেন। কেউ শুভেচ্ছা জানান।
সুরেশ ভাদোরিয়া নামে এক ব্যবসায়ী সাফ বলেন, “দিলীপবাবু আশ্বাস দিয়ে ভোট চাইতে এসেছিলেন। আর প্রদীপ সরকার কাজ করে ভোট চাইতে এসেছেন। কী করতে হবে, আমরা জানি”।