বাংলার উন্নয়নের ধারাকে আরও তরান্বিত করতে এবার ফের রাজ্য মন্ত্রীসভায় রদবদল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অচিরাচরিত শক্তি দফতরটি সুব্রত মুখোপাধ্যায়ের হাতে দিয়ে দেওয়া হয়েছে। নতুন দফতরের দায়িত্ব পাওয়ার পর থেকেই কাজে নেমে পড়লেন প্রবীণ মন্ত্রী সুব্রত।
গতকাল তিনি দফতরের অফিসারদের সঙ্গে কথা বলে কাজের গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ নেন। তিনি বলেন, যেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়া অসুবিধাজনক, সেখানে অপ্রচলিত শক্তি তথা সৌরশক্তিকে পৌঁছে দেওয়ার কাজ দ্রুতগতিতে করতে হবে। পঞ্চায়েত দফতরের সঙ্গে সমন্বয় রেখেই বিদ্যুদয়নের কাজ করা হবে। বিদ্যুতের ব্যবহার কমিয়ে সৌরশক্তির ব্যবহার বাড়াতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্কুল, কলেজ, অফিস বাড়ির ছাদে সৌর প্যানেল বসানোর কর্মসূচি নিয়েছে সরকার। সেই সব কর্মসূচি সম্পর্কে খোঁজ নেন সুব্রতবাবু। তবে মালদহ-মুর্শিদাবাদ থেকে অফিসাররা ফিরে আসার পরই পুরোদমে কাজ শুরু করতে চান সুব্রতবাবু।
বনদফতরের দায়িত্ব পেয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখার গুরুদায়িত্ব পালন করবে বন দপ্তর। বন্যপ্রাণ রক্ষা করার জন্য যা যা দরকার, তাই করা হবে। সেই সঙ্গে বন থেকে চোরাচালান বন্ধ করতে হবে। সবুজকে রক্ষা করতে হবে। সবুজ না থাকলে পৃথিবীও থাকবে না।