মহারাষ্ট্রে সরকার গঠনের নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ায় সেখানে চালু হয়েছে রাষ্ট্রপতি শাসন। তবুও সেখানে সরকার গড়াকে কেন্দ্র করে বিজেপি-শিবসেনা সংঘাত অব্যাহত। নিজস্ব মুখপত্র সামনা-তে প্রকাশিত প্রবন্ধে নিজেদের প্রাচীনতম জোটসঙ্গী বিজেপিকে এবার ত্রয়োদশ শতকের হানাদার সুলতান মহম্মদ ঘোরির সঙ্গে তুলনা করল উদ্ধব ঠাকরের দল শিবসেনা।
সামনা পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক প্রবন্ধে কড়া ভাষায় সাফ জানানো হয়েছে, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের দলকে চ্যালেঞ্জ জানানোর জন্য প্রাচীনতম জোটসঙ্গী বিজেপি-কে ‘সমূলে উৎপাটন’ করার শপথ নিয়েছে সেনা। প্রবন্ধে আরও লেখা হয়েছে, ‘রাজনৈতিক ঔদ্ধত্যের সমাপ্তি ঘটাতে সবে উদ্যোগ শুরু হয়েছে।’
সেখানে আরও বলা হয়েছে যে, সুযোগ পেয়েও বহু বার মহম্মদ ঘোরির প্রাণনাশ করেননি পৃথ্বীরাজ চৌহান, কিন্তু শেষ পর্যন্ত সেই শত্রুর হাতেই তাঁর মৃত্যু হয়। প্রবন্ধের ভাষায়, ‘মহারাষ্ট্রেও বহু বার অকৃতজ্ঞদের ছাড় দিয়েছে শিবসেনা, এখন তাঁরাই পিছন থেকে ছুরি মারার চেষ্টা করছে।’
সামনা-তে প্রকাশিত প্রবন্ধে লেখক দাবি করেছেন, কিংবদন্তী মহারাজা পৃথ্বীরাজ চৌহান মোট ১৭ বার মহম্মদ ঘোরিকে পরাস্ত করেন। এর পর বিজেপির নামোল্লেখ না করে লেখা হয়েছে, ‘যারা মহারাষ্ট্রকে পিছন থেকে ছুরি মারার চেষ্টা করবে, তাঁদের রেহাই নেই।’ বিজেপিকে স্পষ্ট হুমকি দিয়ে লেখা হয়েছে প্রবন্ধের শিরোনামেও।