বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমাঞ্চল দফতরের দায়িত্ব দিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি শান্তিরাম মাহাতোকে। দায়িত্ব পেয়েই কাজে নেমে পড়েছেন তিনি। গতকাল দিনভর ‘দিদিকে বলো’র প্রচারে ব্যস্ত থাকলেন শান্তিরাম।
গতকাল দুপুরে পুরুলিয়ার ১ নম্বর ব্লকের মফস্সল থানার শুকলাড়া গ্রামে ‘দিদিকে বলো’ কর্মসূচীতে যান মন্ত্রী। সেখানে গিয়ে সংখ্যালঘু পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। সাধারণ মানুষের সমস্যার কথাও শোনেন তিনি।
মন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুত গ্রামের মানুষ তাঁদের সুবিধা–অসুবিধার কথা বলেন। শান্তিরাম বলেন, ‘আপনাদের সমস্যা সমাধানের জন্য এই নম্বর দেওয়া হল। আপনারা আমাদের মুখ্যমন্ত্রীকে জানাবেন।’
গতকাল তাকেঁ অভিনন্দন জানাতে দলের নেতা–কর্মীরা রাঁচি রোডে তাঁর বাসভবনে যান। তাকেঁ পশ্চিমাঞ্চল দপ্তরের দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান ব্লকের কর্মীরা।
নিতুড়িয়া পঞ্চায়েত সমিতির সহ–সভাপতি শান্তিভূষণ প্রসাদ যাদব বলেন, ‘আমাদের জেলায় ফের শান্তিদাকে পশ্চিমাঞ্চল দপ্তরের দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। এদিন প্রায় প্রতিটি ব্লক থেকেই নেতা–কর্মীরা তাকেঁ অভিনন্দন জানাতে হাজির হন।’