শেখ কামাল কাপের ব্যর্থতা এখন অতীত। এখন ভিকুনার পাখির চোখ আই লিগে। খেলা শুরুর আগেই সবুজ মেরুন শিবিরের চিন্তা বাড়িয়েছিলেন চামেরো। চোটের জন্য তিনি অনেকটা সময় রিহ্যাবে ছিলেন। তাঁকে ঘিরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেল। সোমবার বিকেলে মোহনবাগান মাঠে কোচ কিবু ভিকুনা ও সহকারী টমাসের নির্দেশ মেনে ছোট জায়গায় আক্রমণাত্মক মুভ তৈরির অনুশীলনে চামোরো অংশ নিলেন। সোমবার রক্ষণ সংগঠনের শৃঙ্খলা ও শেপ ঠিক রাখার অনুশীলনে জোর দিলেন বাগান কোচ। বল ছাড়া ও বল নিয়ে।
গতকাল অনুশীলন চলাকালীন চামেরোর মধ্যে ফিটনেসজনিত কোনও সমস্যা দেখা যায়নি। ভিকুনার প্রাথমিক পরিকল্পনায় আপাতত চামোরো–সহ পাঁচ বিদেশির মধ্যে গঞ্জালেস, মোরান্তে, জোসেবা, কলিনাস রয়েছেন।
ভিকুনা আগেই জানিয়েছিলেন, আই লিগের শুরু থেকে চামোরোকে পেয়ে যাবেন, বড় কোনও অঘটন না ঘটলে। তাই ধরেই নেওয়া যায়, সব ঠিকঠাক চললে ৩০ নভেম্বর আইজলের বিরুদ্ধে প্রথম ম্যাচে চামোরো আক্রমণে জুটি বাঁধবেন সুহেরের সঙ্গে।