ভারতীয় ক্রিকেট দলের অন্দরমহলে ইডেনের ঐতিহাসিক টেস্ট ম্যাচ নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে প্রথমেই শিশিরের রহস্য সমাধানের চেষ্টায় নেমেছে ভারতীয় দল। ইডেনে দিনরাতের টেস্টে শিশিরের প্রভাব নিয়ে চর্চা চলছে। ইন্দোরে বসেই ভারতীয় দলের মস্তিষ্করা ভাবতে শুরু করেছেন, কী ভাবে শিশিরের মোকাবিলার জন্য তৈরি হওয়া যায়।
শিশিরের প্রভাবে সবচেয়ে বেশি অসুবিধা হয় স্পিনারদের। আর অশ্বিনের মতো আঙুলের প্রভাবে বল করা স্পিনারের আরওই সমস্যা হতে পারে কারণ শিশিরে ভেজা বল পিছলে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। তবে ভারতীয় দল প্রতিকূলতার মোকাবিলা করার জন্য প্র্যাক্টিসে ভিজে বলের ব্যবহার করবে।
আজ বিরাট কোহলিরা কলকাতায় এসে পৌঁছবেন। আজ, মঙ্গলবার। ইন্দোরে প্রথম টেস্ট জিতে কোহলি, রোহিত শর্মারা দু’দিনের ছুটিতে গিয়েছিলেন বাড়িতে। ইডেনে মহম্মদ শামি, উমেশ যাদব, আর অশ্বিনদের ভেজা গোলাপি বলে অনুশীলন করতে দেখা গেলে অবাক হওয়ার নেই। শীত আসার ঠিক আগে এই সময়টায় ইডেনে ভালই শিশির থাকবে বলে অনুমান করা হচ্ছে।