তিনি দক্ষিণের ‘থালাইভা’। তিনিই ‘দ্য বস’। এখনও সিনেমা হলে তাঁর নতুন ছবি মুক্তি পেল অঘোষিত ছুটি হয় গোটা তামিলনাড়ুতে। এমনই স্টারডম সুপারস্টার রজনীকান্তের। জানা গেল, সিনেমার পর এবার রাজনীতির আঙিনাতেও পা রাখতে চলেছেন রজনীকান্ত। রজনীকান্তের রাজনীতির রঙ্গমঞ্চে প্রবেশ করার খবরে এখন জোর চর্চা শুরু হয়েছে গোটা দেশজুড়ে। কারণ বহুদিনের ইচ্ছাকে বাস্তাব রূপ দিতে চলেছেন রজনীকান্ত। ২০২০ সালের সেপ্টেম্বর মাসের মধ্যেই তাঁর নিজের রাজনৈতিক দল শুরু করতে চলেছেন তামিল এই অভিনেতা, এমনটাই সূত্রের খবর।
জানা গিয়েছে, রজনী মাক্কাল মানদ্রাম, তাঁর ফ্যান ক্লাবকেই রাজনৈতিক মোড়কে পেশ করতে চলেছেন তিনি। দলের বিভিন্ন নীতি তৈরির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে হয়ে গিয়েছে। তবে পার্টি হিসেবে আত্মপ্রকাশের আগে হয়তো বদলে দেওয়া হতে পারে পার্টির নাম। রাজনীতির আঙিনায় ডিএমকে সভাপতি এম করুণানিধি এবং এআইএডিএমকে সুপ্রিমো তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতার ছেড়ে যাওয়া ফাঁকা আসন ভরাট করাই লক্ষ্য রজনীকান্তের বলে সূত্রের খবর।
এমনকী বিজেপি’র সঙ্গে জোট বাঁধতে প্রস্তুত বলেও শোনা গিয়েছে। ইতিমধ্যেই বিজেপি’র শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গেও নাকি কথা বলছেন রজনীকান্ত। কেন্দ্রের কাছে তামিলনাড়ুর মানুষের হয়ে বেশ কিছু দাবি পেশ করার কথা তাঁর। রজনীকান্তের দাদা সত্যনারায়ণ রাও ধর্মপুরীর কলাভৈরবর মন্দিরে পুজো দেন এবং সেখান থেকেই জানান, আর কিছুদিনের মধ্যেই রজনীকান্ত পার্টির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। ততদিন অবধি ভক্তদের শুধুই অপেক্ষার পালা।