শুক্রবার সহজেই হংকং ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার । চোটের কারণে প্রতিপক্ষ খেলার মাঝপথে সরে দাঁড়ানোয় তিনি সেমিফাইনালে পৌছে যান।
প্রথম গেমের পরেই সকলকে অবাক করে, তিনি ওয়াক ওভার দেন। কারণ হিসেবে চোটের কথা উল্লেখ করেন। প্রথম গেমে আবাছাই কিদাম্বি শ্রীকান্তের কাছে ১৩-২১ হেরে, চেন লং ওয়াক ওভার দেন। শ্রীকান্তের কেরিয়ারে চেন লং-এর বিরুদ্ধে এটি তাঁর দ্বিতীয় জয়।
২০১৯ সালে মার্চ মাসে ইন্ডিয়ান ওপেনের সেমিফাইনালে ওঠার পর, এই প্রথম কোনও টুর্নামেন্টের শেষ চারে উঠলেন ভারতীয় এই টেনিস তারকা। প্রথম রাউন্ডে সাইনা হারার পর দ্বিতীয় রাউন্ডে হেরে যান পিভি সিন্ধু। হেরে গিয়েছেন প্রণয়, সাই প্রণীত, পারুপল্লী কাশ্যপরাও। হংকং ওপেনে কিদাম্বি শ্রীকান্তই এখন একমাত্র ভারতীয় প্রতিযোগী।
চলতি হংকং ওপেনে ভাগ্যেরও বেশ সহায়তা পাচ্ছেন কিদাম্বি শ্রীকান্ত। প্রথম রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ছিলেন বিশ্বের এক নম্বর কেন্তো মোমোতা। তিনিও ওয়াক ওভার দিয়ে দেন। এরপর দ্বিতীয় রাউন্ডে ভারতেরই সৌরভ ভার্মাকে ২১-১১, ১৫-২১, ২১-১৯ ব্যবধানে হারান কিদাম্বি।