বৃহস্পতিবার কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থী তপন দেব সিংহের হয়ে প্রচারে এসেছিলেন রাজ্যের মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। তিনি কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত বীরঘই গ্রামপঞ্চায়েতের রূপাহার, তুলসিপাড়া-সহ বিভিন্ন এলাকায় প্রার্থীকে নিয়ে প্রচার সারলেন। এখানেই মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় জানালেন, “বাংলায় বিজেপি এনআরসি চালু করতে চাইছে। মানুষ আতঙ্কে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন যতক্ষণ তাঁর প্রাণ আছে, ততক্ষণ এরাজ্যে এনআরসি হতে দেবেন না। আর তাই মানুষ মমতা বন্দোপাধ্যায়ের দলকেই সমর্থন করবে। বাংলার উপর মমতার হাত রয়েছে”।
মন্ত্রীর সঙ্গে প্রচারে এসেছিলেন তৃণমূল বিধায়ক প্রবীর ঘোষাল। দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে কালিয়াগঞ্জ বিধানসভার জন্য সাধারণ মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট-প্রার্থনা করেন মন্ত্রী রাজীব বন্দোপাধ্যায়। তিনি বলেন, ‘কালিয়াগঞ্জ বিধানসভা এখনও অধরা থাকলেও এবার উপনির্বাচনে মানুষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস।’
তিনি এও বলেন, মানুষ কখনওই চান না, বিজেপিকে ভোট দিয়ে নিজেকে এই দেশ থেকে চলে যাওয়ার ব্যবস্থা করতে। মানুষ নিজের উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে। কারণ বিজেপিকে সাপোর্ট করে এনআরসি নিয়ে বাংলায় অশান্তি কেয় চান না।