ঠিক ১০ দিন পরেই সন্ধিক্ষণে পা-রাখছে ক্রিকেটের নন্দনকানন৷ ভারতের মাটিতে প্রথম ডে-নাইট টেস্টের সাক্ষী থাকবে ইডেন গার্ডেন্স৷ শিশিরের কথা মাথায় রেখে দুপুর ১টায় টেস্ট শুরু হবে৷ খেলা শেষ হবে রাত ৮টায়৷
বিসিসিআইয়ের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ‘শিশিরের কথা মাথায় রেখে সিএবির অনুরোধ মেনে নেওয়া হয়েছে। দ্বিতীয় টেস্টের সময় সূচীতে কিছুটা পরিবর্তন করা হয়েছে৷ ম্যাচ শুরু হবে দুপুর ১টায়৷ প্রথম সেশন দুপুর ১টা থেকে দুপুর ৩টে অবধি৷ দ্বিতীয় সেশন দুপুর ৩.৪০ থেকে বিকেল ৫.৪০ পর্যন্ত৷ আর শেষ সেশন হবে সন্ধে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত৷
বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্ট ম্যাচটি হবে দিন-রাতের৷ সিরিজের প্রথম টেস্টটি হবে ইন্দোরে দিনের আলোয়৷ ১৪ তারিখ থেকে শুরু হবে হোলকর স্টেডিয়ামের ম্যাচ৷ তার পরেই অর্থাৎ ২২ নভেম্বর থেকে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ইডেনে৷