রাষ্ট্রপতি শাসনের দিকেই কি এগোচ্ছে মহারাষ্ট্র? রাজ্যপাল ভগত্ সিং কোশিয়ারি রাজ্যে রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব করেছেন। সেই প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে। এ দিকে, মঙ্গলবারই রাতে বসছে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। তাই নিয়েও জল্পনা তুঙ্গে।
ব্রাজিল সফরে যাওয়ার আগে মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকে মহারাষ্ট্র নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এ দিন গুরুত্বপূর্ণ বৈঠক সারেন মহারাষ্ট্রের রাজ্যপাল কোশিয়ারি। বৈঠকে ছিলেন রাজ্যপালের প্রিন্সিপাল সেক্রেটারি সন্তোষ কুমার, ডেপুটি সেক্রেটারি রঞ্জিত কুমার-সহ রাজভবনের অন্যান্য কর্মীরা।
বিজেপি সরকার গঠনের আমন্ত্রণ ফিরিয়ে দেওয়ার পর শিব সেনা ও তারপর এনসিপি-কে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজ্যপাল। এনসিপি-কে দেওয়া ডেডলাইন পেরিয়ে গেলে, মহারাষ্ট্রে কি রাষ্ট্রপতি শাসন জারি হবে? এই প্রশ্নে যখন তোলপাড় রাজনৈতিক মহল, তখনই রাষ্ট্রপতি শাসনের প্রস্তাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে পাঠিয়ে দিলেন রাজ্যপাল।
এ দিকে, সরকার গড়তে তত্পরতা বাড়িয়েছে কংগ্রেস। সোনিয়া গান্ধী এ দিন শরদ পাওয়ার সঙ্গে ফোনে কথা বলে শিব সেনার সঙ্গে জোটপ্রক্রিয়া নিয়ে তত্পর হওয়ার কথা বলেছেন বলে বিশেষ সূত্রে খবর। সমঝোতা চূড়ান্ত করতে তিনি তিন সদস্যের প্রতিনিধি দলও পাঠিয়েছেন মুম্বইয়ে। সেই দলে রয়েছেন কংগ্রেসে শীর্ষ তিন নেতা আহমেদ পটেল, মল্লিকার্জুন খাড়গে ও কেসি বেণুগোপাল। যদিও শিব সেনার নেতৃত্বাধীন সরকারকে তাঁরা সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছেন এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়াইসি।