মোদী জমানায় দেশের অর্থনীতির অবস্থা ভীষণ খারাপ। এই শ্লথ অর্থনীতিতে এবার ধাক্কা খাচ্ছে খুচরো ব্যবসাও। বৃহস্পতিবার কলকাতা রিটেল ফোরামের অনুষ্ঠানে আরএআইয়ের চেয়ারম্যান বি এস নাগেশ জানান, “দেশে অর্থনীতির এই দোলাচল অবস্থার দিকে সেভাবে কেউ আলোকপাত করছে না। অবস্থা খুব খারাপ। খুচরো ব্যবসা বৃদ্ধির হার থমকে গেছে। মাস ছ’য়েকের আগে এই অচলাবস্থা কাটার সম্ভবনা কম”।
কর্পোরেট কর ছাঁটাইয়ের ফলে জোগানের দিকটি উৎসাহিত হলেও চাহিদার ঘাটতি যে তাতে কমবে না সে কথাও জানিয়েছেন চেয়ারম্যান। তিনি আরও বলেছেন, উৎসবের মরশুমেও কেনাকাটার পরিমাণ তেমন বাড়েনি। আর বাজারে নেতিবাচক মনোভাবের জেরেই চাহিদা বাড়ছে না। দেশের অর্থনীতির এই করুন অবস্থা শুধু মাত্র বিদ্বজনেদের চিন্তার কারণ হয়ে উঠছে। কেবল কেন্দ্রীয় সরকারেরই দেশের অর্থনীতির দিকে নজর নেই৷