গত কয়েক দশক ধরেই পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির নেকনজরে রয়েছে জম্মু-কাশ্মীর। বিগত কয়েক বছরে জঙ্গিদের হামলার ঘটনা দ্বিগুণ হারে বেড়েছে উপত্যকায়। এবার জানা গেল, জম্মু-কাশ্মীরের সদ্য নিয়োজিত রাজ্যপাল গিরীশচন্দ্র মুর্মুকে প্রাণে মারার ছক কষছে পাকিস্তান। দেশের গোয়েন্দা সংস্থা সূত্রেই এমন খবর পাওয়া গিয়েছে। রাজ্যপালকে খুন করার চক্রান্তে সম্প্রতি লস্কর–ই–তৈবার সঙ্গে বৈঠক করেছে পাকিস্তানি গুপ্তচর সংগঠন আইএসআই।
আজ সকালে দেশের গোয়েন্দা সূত্রে এমনই একটি প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। সংবাদমাধ্যমের দাবি, গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে, গত ২৯ অক্টোবর পাক-অধিকৃত কাশ্মীরের কোটলিতে একটি মাদ্রাসায় লস্কর-ই-তৈবা এবং হিজবুল মুজাহিদিনের সঙ্গে বৈঠক করে আইএসআই। বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল রাজ্যপাল মুর্মূকে হত্যার ষড়যন্ত্র। গিরীশচন্দ্র মুর্মূ ছাড়াও কাশ্মীরে সম্প্রতি সংঘটিত ব্লক ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচনে জয়ী প্রার্থীদের নামও ষড়যন্ত্রের তালিকায় শীর্ষে রয়েছে।
লস্কর জঙ্গি জিয়া-উল-রেহমান মীরকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, দাবি করেছেন গোয়েন্দারা। সম্প্রতি জম্মু–কাশ্মীরকে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তারপরেই কাশ্মীর ইস্যুতে আরও চাপে পড়েছে পাকিস্তান। তারই ফলস্বরূপ উপত্যকায় যত বেশি সম্ভব সন্ত্রাসবাদী হামলা চালাতে চাইছে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো।