আজ বনগাঁয় বনধ ডেকেছিল বিজেপি। কিন্তু সেই বনধ শুধু নামেই বনধ হয়ে থেকে গেল। সকাল থেকে সাধারণ মানুষই ব্যর্থ করে দিল বিজেপির বনধ। সচল রইল যানবাহন, খোলা থাকল দোকানপাট।
আজ সকাল থেকে দোকানপাট বন্ধ ছিল তবে সেগুলি খুলেছে নির্দিষ্ট সময়েই। অন্যান্য দিনের মতই চলেছে যানবাহন। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শংকর আঢ্য বলেন, “বনধ সম্পূর্ণ ব্যর্থ। বাজারহাট খোলা রয়েছে, যানবাহন চলছে। অনৈতিক বনধ বনগাঁর মানুষ সমর্থন করেন না।”
সকাল থেকে বনগাঁ পুর এলাকায় বনধের তেমন কোনও প্রভাব পড়েনি। স্বাভাবিক রয়েছে যান চলাচল। খুলতে দেখা গিয়েছে কিছু দোকানপাট। বনধের পক্ষে রাস্তায় দেখা যায়নি বিজেপি নেতা-কর্মীদের। বনধের বিরোধিতা করে সকালে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে একটি মিছিল করেন বনগাঁ শহরে।