আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মজবুত করতে নতুন পুলিশ জেলা তৈরির পরিকল্পনা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মালদাকে দু’টি পুলিশ জেলায় এবং মুর্শিদাবাদকে তিনটি পুলিশ জেলায় ভাগ করার প্রস্তাব দিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবুজ সংকেত পাওয়া গেলেই নতুন পুলিশ জেলা তৈরির প্রক্রিয়া শুরু হয় যাবে।
সূত্রের খবর, মালদা জেলাকে আড়াআড়ি উত্তর ও দক্ষিণে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালদায় রয়েছে দু’টি মহকুমা, মালদা সদর এবং চাঁচল। মালদহ সদরে ৯টি ব্লক রয়েছে, অন্যদিকে চাঁচলে রয়েছে ছটি ব্লক।
স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদকে ভাগ করে জঙ্গিপুরকে নতুন পুলিশ জেলা হিসেবে গড়ে তোলা হবে। প্রাথমিকভাবে জঙ্গিপুর এবং লালবাগ, এই দু’টি মহকুমাকে নিয়েই জঙ্গিপুর পুলিশ জেলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই দু’টি মহকুমার থাকবে ১২টি ব্লক। অন্যদিকে সদর, কান্দি, ডোমকল থাকবে মুর্শিদাবাদে। এই তিনটি মহকুমায় থাকবে ১৪টি ব্লক। এই দু’টি জেলায় আরও উন্নত মানের আইনশৃঙ্খলা পরিস্থিতি তৈরি করার জন্যই এই প্রস্তাব বলে নবান্ন সূত্রে খবর।